Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫,

ধরলার চরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ০৩:০৩ পিএম


ধরলার চরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী চর এলাকায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার  সকাল সাড়ে ৯টায় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় বালুর মধ্যে পুঁতে রাখা একটি লাশ দেখতে পান।

লাশটির দুই পা বাইরে বেরিয়ে থাকায় তাদের দৃষ্টি আকর্ষণ করে। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা লাশটি দেখতে জড়ো হন।

পরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম সিন টিমের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, "অজ্ঞাত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে চরে এনে পুঁতে রাখা হয়েছে।"

ঘটনার তদন্ত চলছে এবং লাশের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!