পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০৩:০৬ পিএম
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০৩:০৬ পিএম
গাজীপুর মহানগরীর পূবাইলের তালটিয়া রাবেয়া পাম্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৩০ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
আটককৃতরা হলেন—ঢাকা জেলার দক্ষিণখান থানার মুন্সুর আলীর ছেলে সোহেল (৪৮) এবং নাটোর জেলার লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)।
পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাদকের এ চালানটি সীমান্তবর্তী সিলেট এলাকা থেকে পূবাইলে এনে বিক্রি করতে চেয়েছিল চক্রটি।
জব্দকৃত মদের অবৈধ বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক কারবারিকে নিয়মিত মাদক মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ