Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫,

গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমা প্রার্থনা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ০৩:২১ পিএম


গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমা প্রার্থনা

গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মঙ্গলবার দুপুর ১২টায় পৌর ভবনে এক সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

সংবাদ সম্মেলনে পৌর কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কোহিনূর বলেন, "গত ২৬ ফেব্রুয়ারি আমরা ভুলবশত পৌর প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে কর্মবিরতি পালন করি এবং বিভিন্ন অযৌক্তিক কর্মসূচি গ্রহণ করি, যা পৌরসভার কার্যক্রমে অস্থিরতা তৈরি করে। এটি মোটেও ঠিক হয়নি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী।"

সংবাদ সম্মেলনে পৌরসভার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং তারাও এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তারা প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও দায়িত্বশীলভাবে কাজ করবেন।

এ ঘটনায় পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কর্মকর্তাদের ক্ষমা প্রার্থনাকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন ভুল করা অনুচিত ছিল।

গুরুদাসপুর পৌরসভাকে একটি রোল মডেলে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

তিনি বলেন, "আমরা চাই পৌরসভার প্রতিটি কাজ স্বচ্ছ, জনকল্যাণমুখী ও টেকসই হোক। জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত না হয়।"

পৌরসভায় সৃষ্ট সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, "ভুল বোঝাবুঝির কারণে যে সমস্যা হয়েছিল, তা সমাধান হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং জনগণের সেবায় আরও মনোযোগী হবে।"

পৌরসভা পরিচালনায় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার জন্য তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানান।

ইএইচ

Link copied!