Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫,

ঈদের কেনাকাটা করতে না পারায় ছাত্রীর আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ০৩:৩২ পিএম


ঈদের কেনাকাটা করতে না পারায় ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় ঈদের কেনাকাটা না করায় মায়ের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ৯ম শ্রেণীর ছাত্রী নাঈমা আক্তার মীম (১৩)।

সোমবার উপজেলার হরিখালী হাসরাজ গ্রামে নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটেছে।

নাঈমা আক্তার মীম ওই গ্রামের নিজাম উদ্দিন ফকিরের মেয়ে।

ঈদের কেনাকাটা করার জন্য মায়ের কাছে টাকা চাওয়ার পর মা মোছা. নাদিরা আক্তার টাকা দিতে না পারায় মেয়ে অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবন করে। কিছুক্ষণ পর সে ছটফট করতে থাকে। তার আত্মীয়স্বজন তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহাস্থান পার হওয়ার পর গোকুল নামক স্থানে রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুননবী নবী বলেন, "আমি এই ঘটনায় কিছু জানি না, কেউ আমাকে জানায়নি।"

ইএইচ

Link copied!