Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫,

পদ্মা নদীর ২৮ কেজির এক কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ০৪:১৮ পিএম


পদ্মা নদীর ২৮ কেজির এক কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে, যার ওজন ২৮ কেজি।

মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে জাল ফেলতেই শওকত হালদার ও তার সহযোগীরা এ মাছটি ধরে ফেলেন।

দুপুরে মাছটি নিয়ে আসা হয় গোয়ালন্দের আনুখার মৎস্য আড়তে, যেখানে শুরু হয় উত্তেজনাপূর্ণ নিলাম।

স্থানীয়রা বিশাল মাছটি দেখতে ভিড় জমায়, আর ব্যবসায়ীরা প্রতিযোগিতা করেন সবচেয়ে ভালো দামে মাছটি কিনতে।

দর হাঁকাহাঁকির পর, শাহজাহান শেখ নামের এক ব্যবসায়ী ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরি ঘাটের শালিক-সোহান মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী মো. শাহজাহান শেখ সম্রাট বলেন, "এত বড় কাতল খুব একটা দেখা যায় না। ভালো দামেই কিনেছি এবং ভালো লাভও হয়েছে। পদ্মার বিশাল আকৃতির মাছগুলো সবসময়ই কৌতূহলের কেন্দ্রবিন্দু।"

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, "পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি থাকে, যার কারণে এখানে বড় বড় মাছ বেশি থাকে। পানির গভীরতা বেশি থাকায় বড় মাছ এখানে বিচরণ করে। বড় আকৃতির কাতল মাছ পাওয়া মৎস্য বিভাগের জন্য ভালো সংবাদ।"

ইএইচ

Link copied!