Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

শিবচরে বিআরবি ক্যাবলস শোরুমে ডাকাতি: ডাকাত গ্রেপ্তার

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

মার্চ ২৫, ২০২৫, ০৭:০০ পিএম


শিবচরে বিআরবি ক্যাবলস শোরুমে ডাকাতি: ডাকাত গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে গত বছরের ৩১ ডিসেম্বর রাতে (অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫) রাত দেড়টা থেকে সাড়ে চারটার মধ্যে একদল ডাকাত শিবচর থানার গুয়াতলা এলাকায় অবস্থিত বিআরবি ক্যাবলস শোরুমে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করে।

ডাকাত দল শোরুমের দারোয়ানকে মারধর করে বেঁধে রেখে ৪২ লক্ষ টাকা মূল্যের ক্যাবল গাড়িযোগে লুট করে নিয়ে যায়। পরে তারা পথিমধ্যে দারোয়ানকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শিবচর সার্কেলের এএসপি আজমির হোসেন, থানার অফিসার ইনচার্জ রতন শেখ ও এসআই রেজাউল করিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেন।

সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ডাকাত দলের সদস্য রিপন খান জাফরকে গ্রেপ্তার করা হয়। রিপনের বাড়ি বরগুনা জেলার হরিদ্রাবাড়িয়া এলাকায়।

জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করে, এই ডাকাতির সঙ্গে আরও চারজন জড়িত। তারা হলেন— লিমন ফরাজী (২৬), রাজিব ওরফে রাজু মিয়া, আকাশ প্রধান, বশির।

পুলিশ তাদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইএইচ

Link copied!