Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

এম এ খালেক

বিএনপিতে পরগাছাদের কোনো ঠাঁই নেই

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ০৭:২৫ পিএম


বিএনপিতে পরগাছাদের কোনো ঠাঁই নেই

যারা কোনো মামলা-হামলার শিকার হননি, তারা এখন ঐক্যের কথা বলছেন। এসব পরগাছা ও আগাছা দিয়ে দেশ চলবে না। এদের থেকে সাবধান হোন। যারা টাকার বিনিময়ে বেচাকেনা হয়, তারা প্রকৃত মানুষ নয়। আপনাদের এসব মুখোশধারী লোকজনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আগামীতে যদি সৎ নেতৃত্বের শাসন চান, তাহলে আমাদের সুন্দর একটি নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে দেশ শান্তি পাবে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠিত হবে না।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৬ এর সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি।

মঙ্গলবার সন্ধ্যায় দরিকান্দি দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও আকলিমা খাতুন এতিমখানা মাঠ প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের সভাপতিত্বে এবং দরিকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক বাবলু, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মিহির, উপজেলা বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য এস. এম. আতিকুল ইসলাম, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অপু, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান জালু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা জাসাসের সভাপতি এম. সালাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, দরিকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম কানু, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস মোল্লা, সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, সহ-সভাপতি শাহিন আলম, ইউনিয়ন জাসাসের সভাপতি কাজী সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।

ইএইচ

Link copied!