লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০৭:৪৩ পিএম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০৭:৪৩ পিএম
কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় লাকসাম সাংবাদিক ইউনিয়নের পুনঃগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্কাই লাউন্স রেস্তোরায় সংগঠনের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরার সঞ্চালনায় পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন— লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক লাকসাম প্রতিনিধি, লাকসামের সিনিয়র সাংবাদিক মো. আব্দুল কুদ্দুস, লাকসাম প্রেসক্লাবের আহ্বায়ক মো. মনির আহমেদ, লাকসামের সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকাল কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান দুলাল, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যায়যায়দিন লাকসাম প্রতিনিধি আরিফুর রহমান স্বপন, লাকসাম প্রেসক্লাবের সদস্য সচিব ও বাংলাদেশ প্রতিদিনের লাকসাম প্রতিনিধি ফারুক আল শাহারা, লাকসাম প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রশিদ, দৈনিক রূপালী বাংলাদেশ লাকসাম প্রতিনিধি মোজাম্মেল হক আলম, অনলাইন চ্যানেল জেড টিভির মো. জাহিদুল ইসলাম, অনলাইন চ্যানেল লাকসাম টিভির আব্দুল জলিল, সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ নুর আলম, দৈনিক যায়যায় কাল লাকসাম প্রতিনিধি জিল্লুর রহমান, সরেজমিন বার্তা লাকসাম প্রতিনিধি হামিদুল ইসলাম লিটনসহ লাকসামে কর্মরত সংবাদকর্মী ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যগণ।
উল্লেখ্য, ২২ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফর আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে (পুনরায়) নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে (পুনরায়) নির্বাচিত হয়েছেন সেলিম চৌধুরী হীরা। কণ্ঠ ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে মো. আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মো. মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এটি ২০১৭ সালে গঠিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের তৃতীয় মেয়াদের কমিটি।
অন্যান্য সদস্যরা হলেন— এস আই শিমুল, মো. মাইন উদ্দিন, বিপ্লব ইসলাম, আব্দুল মান্নান মজুমদার, মো. মাহবুব আলম, মো. জাহিদ শান্ত এবং প্রবাসী সদস্য ওহিদুল ইসলাম।
ইএইচ