Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

খোকসা প্রতিনিধি

খোকসা প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ০৭:৫৫ পিএম


বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল (রিভলবার), গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

এ ঘটনায় ওই নেতা, তার ভাই ও ভাতিজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোকসার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশী পিস্তল, ৫টি পিস্তলের গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্তা শহিদুল ইসলামকে আটক করা হয়।

সেনাবাহিনী একই রাতে পৃথক অভিযান চালিয়ে শহিদুল ইসলামের ভাই জিল্লুর রহমান এবং তার ছেলে জুবায়ের ইসলাম জ্যাকীকে আটক করে। আটক ব্যক্তিদের খোকসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে আটক শহিদুল ইসলাম ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং খোকসা ইউনিয়নের সাবেক মেম্বার। তার ভাই জিল্লুর রহমানও আটক হয়েছেন। তারা উভয়েই ওসমানপুর গ্রামের মৃত শাহাজাহান আলী বিশ্বাসের ছেলে।

অপর আটক জুবায়ের ইসলাম জ্যাকী, যিনি খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন, তার বাবা জিল্লুর রহমানও এই ঘটনায় আটক হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সেনাবাহিনী কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় খোকসার ওসমানপুরে সফল অভিযান চালানো হয়।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর পৃথক অভিযানে আটক এবং আগ্নেয় ও দেশীয় অস্ত্র উদ্ধার সংক্রান্ত দুটি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!