বরিশাল ব্যুরো
মার্চ ২৬, ২০২৫, ১১:৫৮ এএম
বরিশাল ব্যুরো
মার্চ ২৬, ২০২৫, ১১:৫৮ এএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর-৫ আসনের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণকারীরা কখনো দুর্নীতিবাজ হতে পারেন না।
বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবাই কাজ করে যাবো। বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাসী বা চাঁদাবাজ হতে পারে না। বরিশালের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং বরিশালকে একটি উন্নত বিভাগে পরিণত করতে হবে।
মঙ্গলবার বরিশাল ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন মজিবর রহমান সরোয়ার।
বরিশাল ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় পাঁচ হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মহসিন মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
ইএইচ