Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫,

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২৬, ২০২৫, ০১:৪২ পিএম


ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের মতো যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

বুধবার সকালে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, ভবন, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক ও ইটনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনোয়ার হোসেন উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর পর অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

ইটনা উপজেলা পরিষদে অবস্থিত ‘স্বাগতম হাওড় তনয়া’ ও ‘I Love Itna’ দুটি ম্যুরাল উন্মোচন করা হয়।

মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও সংবর্ধনা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!