Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫,

মাগুরায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মার্চ ২৬, ২০২৫, ০১:৪৯ পিএম


মাগুরায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এরপর সকাল ৬টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত এবং আকাশে বেলুন-ফেস্টুন উড়িয়েছিলেন জেলা প্রশাসক মো. আহিদুল ইসলাম, মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সকাল ৯টায় নোমানী ময়দানে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত বা প্রার্থনা, সুবিধামতো সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং সুবিধামতো সময়ে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা।

এছাড়া, গতকাল ২৫ মার্চ কালরাত শহীদদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে নোমানী ময়দান বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান মাগুরা জেলার জেলা প্রশাসক মো. আহিদুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন, সকল সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও মিডিয়া কর্মীবৃন্দ।

ইএইচ

Link copied!