সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৫, ১১:১৭ পিএম
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৫, ১১:১৭ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনসমূহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
পরে বোনারপাড়া সরকারি কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য র্যালি, কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।
ইএইচ