Amar Sangbad
ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫,

ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

মার্চ ২৬, ২০২৫, ১১:৩৮ পিএম


ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

বুধবার সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।

পরে দলটির নেতাকর্মীরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ঝিনাইদহ প্রেসক্লাব। বুধবার সকালে প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম. রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি এম. সাইফুল মাবুদসহ অন্যান্য সদস্যরা।

অন্যদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে টিআইবির গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি এম. সাইফুল মাবুদ, সনাক সদস্য মো. আবু রাশেদ, ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম, শাহীন আলম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর, নুরুল ইসলাম পাখিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও দিনব্যাপী র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।

ইএইচ

Link copied!