Amar Sangbad
ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫,

ফেনী পৌর ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি:

ফেনী প্রতিনিধি:

মার্চ ২৭, ২০২৫, ০১:১২ পিএম


ফেনী পৌর ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের মনির উদ্দিন ভুঁইঞা দারোগা বাড়ি জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইঞা।

ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা আরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন নাজিলের মাস রমজান নিয়ে আলোচনা করেন দারোগা বাড়ি জামে মসজিদের সভাপতি এবং বৃহত্তর নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুস সাত্তার ও খতিব মাওলানা সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফোডারেশনের ওয়ার্ড সভাপতি শহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন।

এ সময় জেলা ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিআরইউ
 

Link copied!