রাজবাড়ী প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৫, ০২:০৮ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৫, ০২:০৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ীর তিনজন শহীদ ও আটজন আহতসহ মোট ১১টি পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি শহীদ পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘এ’ ক্যাটাগরির পাঁচজন আহতের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির তিনজন আহতের পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকার চেক দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাঝারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, সমন্বয়ক মিরাজুল মাজিদ তূর্জ, হাসিবুল ইসলাম শিমুলসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যরা।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ীর শহীদ ও আহত পরিবারের পাশে সরকার সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা একা নন, মনোবল ধরে রাখুন।"
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়ার বিল টাকা পোড়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে, মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর হোসেন।
একই দিনে গুলশান শাহজাদপুর বাঁশতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের গণি শেখ, যিনি একটি হোটেলে চাকরি করতেন।
এছাড়া, ২০ জুলাই সাভারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রাজবাড়ী কালুখালীর রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের ছেলে, মুরগি ব্যবসায়ী কোরবান শেখ।
ইএইচ