Amar Sangbad
ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫,

তারেক রহমানের ঈদ উপহার পেলেন বিএনপি নেতা সামিউল ইসলাম

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৫, ০২:৩৪ পিএম


তারেক রহমানের ঈদ উপহার পেলেন বিএনপি নেতা সামিউল ইসলাম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার।

বুধবার বিকালে গাইবান্ধা যুবদলের নেতাকর্মীরা তার হাতে এ উপহার পৌঁছে দেন।

ঈদ উপহার পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৯ সালের ৬ জানুয়ারি পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে রাত সাড়ে ১১টায় ইদ্রাকপুর তুলশিঘাট রোডের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গাড়ি থামিয়ে ডান হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এ কারণে আমার ডান পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। এরপর আমাকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ডাকাতির প্রস্তুতির নামে একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়। মামলাটি বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে বিচারাধীন আছে।"

তিনি আরও বলেন, "আমাকে আটক করার সময় আমার নামে কোনো ওয়ারেন্ট ছিল না। এছাড়া ফ্যাসিবাদী সরকার বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে। এর মধ্যে একটি মামলা এখনো চলমান রয়েছে, বাকিগুলোতে নির্দোষ প্রমাণিত হয়েছি।"

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্পের জন্য পরাজিত হন সামিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি খোর্দ্দকোমরপুর ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ বিএসসি।

ইএইচ

Link copied!