Amar Sangbad
ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫,

মহম্মদপুর সড়কে চাঁদা তোলার সময় হাতির আকস্মিক মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৫, ০৪:৫০ পিএম


মহম্মদপুর সড়কে চাঁদা তোলার সময় হাতির আকস্মিক মৃত্যু

মাগুরার মহম্মদপুর সড়কের শ্যামনগর তেল পাম্পের পাশে বুধবার বেলা ১১টার দিকে একটি পোষা হাতি আকস্মিকভাবে মারা গেছে। মৃত হাতিটি দেখে উৎসুক জনতা ভিড় করে।

বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করার পর সরকারিভাবে হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পরে, দুপুরে মহম্মদপুর সদরের পোড়াদোয়া ব্রিজের কাছে হাতিটির মৃতদেহ মাটিতে পুতে রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, বন বিভাগের কর্মকর্তা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তাররা।

উল্লেখ্য, ২৬ মার্চ মহম্মদপুর সদর শ্যামনগর এলাকায় মহম্মদপুর-মাগুরা মেইন সড়কে হাতি দিয়ে যানবাহন ও সাধারণ পথচারীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় হঠাৎ হাতিটি ভ্যানের ওপর পড়ে যায়। ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর হাতির মাহুত পালিয়ে যান, ফলে হাতির মালিকের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে। মাগুরা জেলা সামাজিক বনয়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন্দ্রেনাথ সরকার জানিয়েছেন, মৃত হাতিটির দুটি দাঁত সংগ্রহ করা হয়েছে, যা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনাতে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!