কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
মার্চ ২৮, ২০২৫, ১২:৩১ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
মার্চ ২৮, ২০২৫, ১২:৩১ পিএম
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যেতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রীদের ঢল নেমেছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে চন্দ্রা এলাকায় বিপুল যাত্রীর সমাগম দেখা গেছে।
জানা গেছে, উপজেলার অধিকাংশ শিল্পকারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়ে গেছে। তবে গণপরিবহনের সংকটের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন।
এদিকে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও ভাড়া বেশি নেওয়ার বিষয়ে তাদের নজরদারি কম রয়েছে বলে অভিযোগ যাত্রীদের। চন্দ্রা এলাকার মুকবুল যাত্রী জানান, সাধারণ সময়ের চেয়ে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে।
নাছোড় হাইওয়ে পুলিশের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।
বিআরইউ