Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

পূবাইলে বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২৫, ০৭:১৪ পিএম


পূবাইলে বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন করমতলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের পক্ষ থেকে সাড়ে তিনশত দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে ৪২ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট কেমিক্যাল সংলগ্ন মাঠে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুড়াদুধ, পোলাও চাউল, পেয়াজ, আলু এবং শাড়ি কাপড়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার (বকুল), থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য সাখাওয়াত হোসেন খান খোকন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ সরকার, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন দেওয়ান, পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজমিন খান এবং পূবাইল থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!