ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
মার্চ ২৮, ২০২৫, ০৮:৪০ পিএম
ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
মার্চ ২৮, ২০২৫, ০৮:৪০ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জে স্টিমারঘাটে নোঙর করা একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুনে লঞ্চটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পাতারহাট স্টিমারঘাটে নোঙর করা “এমভি সাইমুন-১” নামে যাত্রীবাহী লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট থেকে বরিশাল রুটে চলাচল করে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন লঞ্চ মালিকপক্ষ।
লঞ্চের বাবুর্চি জানান, তারা সাতজন স্টাফ লঞ্চে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে লঞ্চের দ্বিতীয় তলায় মাস্টার ব্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়। লস্কর সুমন সরদার বলেন, আগুন দেখে ছুটোছুটি করে সবাই নদীতে লাফিয়ে জীবন রক্ষা করেন।
লঞ্চের ইনচার্জ মো. মামুন মাতব্বর বলেন, শবে কদরের নামাজ শেষ করে রাত ১২টা ১০ মিনিটে কেবিনে ঘুমাতে যান। আনুমানিক আড়াইটার দিকে শব্দ শুনে জেগে ওঠেন এবং মাস্টার ব্রিজের পেছন থেকে আপার ক্লাসে আগুন ছড়িয়ে পড়তে দেখেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
লঞ্চ মালিকের ছেলে জোবায়ের ইসলাম বলেন, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, রাত ২টা ৫৮ মিনিটে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন আসে যে, স্টিমারঘাটে নোঙর করা “এমভি সাইমুন-১” লঞ্চে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ইএইচ