কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
মার্চ ২৯, ২০২৫, ১১:০৯ এএম
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
মার্চ ২৯, ২০২৫, ১১:০৯ এএম
রহমত,বরকত, মাগফিরাতের মাস মাহে রমজান। রমজান শেষে মুসলমানদের ঘরে ঘরে আসে ঈদ আনন্দ। ধনী, দরিদ্র আশরাফ, আতরাফ সবাই মিলে আনন্দের মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ আর ঈদ আনন্দ। এমন মানবিক মানসিকতাকে বুকে ধারণ করে অসহায় ও গরীব মানুষের পরিবারে মাঝে কিছুটা হলেও ঈদ আনন্দ ছড়িয়ে দিতে অনেকের মতো এগিয়ে এসেছে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত দুই দিনে কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২ হাজারের অধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের সাংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
জামায়াত নেতা সালাউদ্দিন আইউবী জানান, গত ২৬ মার্চ বিকাল ৩ ঘটিকার সময় ঈদ সামগ্রী বিতরণ করা হয় উপজেলার বারিষাব ইউনিয়নের নরসিংহপুর গ্রামে। পরে বিকাল ৪ টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয় বারিষাব ইউনিয়নের পূর্ব লোহাদি গ্রামে।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাড়িযাব ইউনিয়ন আমির মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম।
তিনি আরো জানান, গত ২৭ মার্চ সকাল ১০ টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয় উপজেলার তরগাঁও ইউনিয়নের সোনারুয়া গ্রামে। দুপুর ১২ টায় বিতরণ করা হয় একই ইউনিয়নের তরগাঁও হাসপাতাল মোড় এলাকায়। বেলা ২ টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয় সম্মানীয় ইউনিয়নের দক্ষিণ কালিয়াব গ্রামে। পরে বিকাল ৩ টায় বিতরণ করা হয় সনমানিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড এলাকায়। একই দিনে বিকাল ৪ টায় বারিষাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।
সবমিলিয়ে ২ হাজারের অধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয় বলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানান।
বিআরইউ