Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৫, ০৪:২২ পিএম


সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা

নওগাঁর সাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ সম্প্রতি সাপাহার উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি, তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান শিক্ষা আমাদের সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুক। পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক।"

তিনি আরও বলেন, "ধনী-গরিব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। ঈদ আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "ঈদের সময় যাতে কোথাও বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক থাকবে। ঈদের আনন্দ যেন কোনোভাবে বিশৃঙ্খলায় পরিণত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।" 
শেষে তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে সাপাহার উপজেলা তথা সারাদেশের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই। বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।"

ইএইচ

Link copied!