Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

ধনবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ধনবাড়ী প্রতিনিধি

ধনবাড়ী প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৫, ০৪:৩১ পিএম


ধনবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানী বাজার থেকে ১১০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহর নেতৃত্বে এসআই মনোয়ার, এসআই মো. আকরাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স কেরামজানী বাজারের একটি কসমেটিকস দোকানে অভিযান চালায়।

এ সময় দোকানদার মো. শান্ত (২৫), তার সহোদর মো. প্রান্ত এবং ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপোটল গ্রামের মৃত মোন্নাফ আলীর ছেলে মো. সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কেরামজানী বাজারের ব্যবসায়ীরা জানান, অভিযুক্তরা কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে আগে কখনো তা বুঝতে পারেননি।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ বলেন, "গ্রেপ্তারদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধনবাড়ীবাসীর প্রতি অনুরোধ, মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব ধনবাড়ীকে মাদকমুক্ত রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে।"

তিনি আরও বলেন, "মিডিয়া কর্মীদেরও অনুরোধ করব, মাদকের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আমাদের পাশে থাকার জন্য।"

ইএইচ

Link copied!