Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৫, ১২:২০ পিএম


কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীনে সিনাবহ বাঘাম্বর এলাকায় রোববার সকাল ১০টা থেকে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

ঢাকা বন বিভাগের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ৫ আগস্টের পর অবৈধভাবে বনের জমিতে নির্মিত ঘরবাড়ি, জমি দখল, গজারি গাছ কর্তন ও দখল বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফাহিম মাসুদ, রেঞ্জ কর্মকর্তা, কালিয়াকৈর রেঞ্জের বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ এলাকায় বনভূমি দখল ও গাছ কাটার অভিযোগ রয়েছে। বন বিভাগ জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।

ইএইচ

Link copied!