Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ৩১, ২০২৫, ১২:২৭ পিএম


বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

১৫ বছর পর বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সোমবার সকাল ৮টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে মুসল্লিরা শুকরিয়া জানান।

প্রধান জামাতে অংশ নেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
নামাজ শেষে দোয়া ও মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, প্রধান ঈদ জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালের প্রায় সাড়ে ৪০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!