দিনাজপুর প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৫, ১২:৪০ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৫, ১২:৪০ পিএম
দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দানে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় ঈদুল ফিতরের এই বিশাল জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৯টার আগেই ঈদগাহ্ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জামাতে ইমামতি করেন মাওলানা মাহমুদুর রহমান।
ঈদ জামাতে অংশ নেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফা হুসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিসিটিভি ক্যামেরা, পর্যবেক্ষণ টাওয়ার এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নিরাপত্তার জন্য প্রায় ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান ২২ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে একসঙ্গে প্রায় লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা এখানে ঈদের জামাতে অংশ নিতে আসেন।
বিশাল এই ঈদগাহ্ ময়দানের মূল আকর্ষণ ৫০ গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মিনার। দুই ধারে রয়েছে ৬০ ফুট উঁচু দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। পুরো কাঠামোর প্রস্থ ৫১৬ ফুট, যা ঈদগাহ্ মাঠকে অনন্য সৌন্দর্য প্রদান করেছে।
ইএইচ