পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৫, ১১:৫০ এএম
পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৫, ১১:৫০ এএম
গাজীপুর মহানগরীর পূবাইলে দুই গ্রামের প্রায় এক হাজার গ্রামবাসীর অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুর পাশাপাশি শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষও অংশ নেন।
ঈদের দ্বিতীয় দিন নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বেলাইবিল রিসোর্টে দিনব্যাপী জমকালো আয়োজনের মাধ্যমে সোড়ল ও বাড়ইবাড়ি গ্রামের মানুষ ২৬তম ঈদ পুনর্মিলনী উদযাপন করেন।
সকাল থেকে রাত পর্যন্ত চলা এ আয়োজনে ছিল কোরআন তেলাওয়াত, খেলাধুলা, গল্প-কবিতা আবৃত্তি, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, ভলিবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বাড়ইবাড়ি গ্রামের ও বরমী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপিকা শিরিনা ইয়াসমিনের লেখা বই "জুলাইয়ের রক্তাক্ত দলিল" এর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা।
পুনর্মিলনী প্রধান আয়োজক পূবাইল থানা বিএনপি নেতা আসাদ হোসেন খান বুলবুল জানান, বাড়ইবাড়ি গ্রামের কৃতি সন্তানদের মধ্যে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সিরাজ সিকদার খোকার উপস্থিতি তাদের অনুপ্রাণিত করেছে। পাশাপাশি, এই মিলন মেলায় দুই গ্রামের শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সিরাজ সিকদার খোকা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, "আমি এই গ্রামের খোকা হয়েই থাকতে চাই। এই আয়োজনে খেলাধুলাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা আমাকে আনন্দিত করেছে। আমি সেনাবাহিনীতে ২০১৫ সালে শেষবারের মতো ভলিবল খেলেছি। আজ আবার খেলতে পেরে ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে দারুণ আনন্দ পেয়েছি।"
তিনি আরও বলেন, "শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদক যেন যুব সমাজকে ধ্বংস না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।"
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দরের ডিসি বদরুল আলম মোল্লা (সোহেল), বাড়ইবাড়ি গ্রামের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিশু বিশেষজ্ঞ ডা. আমজাদ হোসেন খান, পূবাইল ক্রিসেন্ট কেমিক্যালের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান, বাড়ইবাড়ি জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাহাদাত হোসেন খান বাবুল, জাসাসের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুরুজ খান, বিএনপি নেতা খায়রুল হাসান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির, যুবদল নেতা হারেজ আহমেদ, বিএনপি নেতা জয়নাল মেম্বার, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল আলম বুলবুল প্রমুখ।
ইএইচ