Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও টহল জোরদার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ২, ২০২৫, ০৯:১৯ পিএম


কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও টহল জোরদার

কুড়িগ্রামে সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে ২৪ ঘণ্টা মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার নিরাপত্তা ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার দুপুর ৩টায় কুড়িগ্রাম শাপলা চত্বর মোড়ে সেনাবাহিনী টহল জোরদার করে, যাতে ঈদের বাড়তি যানজটের কারণে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।

এছাড়া, সেনাবাহিনী সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরলসভাবে কাজ করছে। সেনাবাহিনীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর তাঁরা পরিবার-পরিজন ছেড়ে কুড়িগ্রামে অবস্থান করছেন, যাতে মানুষের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এ বিষয়ে অটোরিকশা চালক নয়নের সঙ্গে কথা হলে তিনি বলেন, "রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানাই।"

সেনাবাহিনীর কার্যক্রম দেখে পথচারী কাইয়ুম অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, "এইবার দুর্ঘটনা থেকে মানুষ অনেকটাই রক্ষা পাবে।"

ঈদ পূর্ববর্তী ও পরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৮ মার্চ থেকে শুরু করে আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাবে।

ইএইচ

Link copied!