Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

অতিরিক্ত ভাড়া ঠেকাতে অভিযান, ফিটনেসবিহীন পরিবহনকে জরিমানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২, ২০২৫, ০৯:২৩ পিএম


অতিরিক্ত ভাড়া ঠেকাতে অভিযান, ফিটনেসবিহীন পরিবহনকে জরিমানা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং সড়কে ফিটনেসবিহীন কোনো পরিবহন চলাচল করতে না পারে, সে লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

বুধবার বিকেলে নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, তা যাচাই-বাছাইয়ের জন্য আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বরিশালের বাস কাউন্টারগুলোতে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ফিটনেস সার্টিফিকেট না থাকার কারণে হানিফ পরিবহনের একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!