অভয়নগর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৫, ০৯:৩৩ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৫, ০৯:৩৩ পিএম
যশোরের অভয়নগরে ঈদমেলায় ফুচকা খেয়ে আরও ১১৮ জন নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ নিয়ে বুধবার (২ এপ্রিল) রাত পর্যন্ত মোট ২১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফুচকার দোকানি মনির হোসেন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলার দেয়াপাড়া গ্রামের দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ উপলক্ষে চার দিনব্যাপী ঈদমেলা চলছে। মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকা থেকে মনির হোসেন নামের এক ব্যক্তি অস্থায়ী ফুচকার দোকান দিয়েছিলেন। ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অনেক মানুষ সেই দোকান থেকে ফুচকা খান। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বরের উপসর্গ দেখা দেয়।
উপজেলার বুইকরা গ্রামের মহিনুর ইসলাম জানান, ঈদমেলায় রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গিয়ে ওই দোকানে ফুচকা খান। পরে রাতে বাড়ি ফিরে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন এবং মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব জানান, ফুচকা খেয়ে আজ দুপুর পর্যন্ত মোট ২১৩ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, ফুচকার বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে, এবং বেশির ভাগ রোগী পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বরের উপসর্গ নিয়ে এসেছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। ফুচকা ব্যবসায়ী মনির হোসেনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
ইএইচ