Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

সাঘাটায় জমি নিয়ে বিরোধে ফলজ গাছ কর্তন

ইয়ামিন হাসান, সাঘাটা

ইয়ামিন হাসান, সাঘাটা

এপ্রিল ৩, ২০২৫, ১১:২৬ এএম


সাঘাটায় জমি নিয়ে বিরোধে ফলজ গাছ কর্তন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির সামনে রোপিত ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভরতখালী ইউনিয়নের সাকোয়া এলাকার বাসিন্দা গনেশ চন্দ্র (৪০) সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত ২ এপ্রিল (বুধবার) দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বাড়ির সামনে রোপিত বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে। এতে আনুমানিক ১৫,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- মো. আব্দুল হক (৫০), মো. মাসুদ মিয়া (৩৫), মো. মুসা মিয়া (২২), মোছা. ইয়াছমিন খাতুন (২৪) ও মোছা. রিনা খাতুন (৩২)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবু সাদাত সরকার বলেন, এলাকার হতদরিদ্র মানুষ সরকারি খাস জায়গায় গাছ রোপণ করেছিল, যা কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সবুজ মিয়া নামের এক বাসিন্দা জানান, এসব গাছের ফল এলাকার গরিব মানুষজন খেত এবং প্রয়োজনে বিক্রিও করত।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সাঘাটা থানা সূত্রে অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইএইচ

Link copied!