আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
এপ্রিল ৩, ২০২৫, ০৩:৪৬ পিএম
আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
এপ্রিল ৩, ২০২৫, ০৩:৪৬ পিএম
গত পাঁচ দিনে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ভালুকায় ১৯ জন, ত্রিশালে ১৭ জন, ফুলবাড়িয়ায় ৫ জন, মুক্তাগাছায় ১২জন, তারাকান্দায় ১৯ জন, ফুলপুরে ১৪ জন, হালুয়াঘাটে ৬ জন, ঈশ্বরগঞ্জে ৭জন এবং গৌরীপুরে ১৮ জন এছাড়াও গত দুইদিনে আরও শতাধিক মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বলেন, "সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। অধিকাংশ রোগীর শরীরে গুরুতর আঘাত রয়েছে, বিশেষ করে মাথা ও হাত-পায়ে ভাঙা জখম বেশি দেখা যাচ্ছে।"
হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, "সড়ক দুর্ঘটনায় আহতদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। আমাদের চিকিৎসক ও নার্সরা দিনরাত পরিশ্রম করে সেবা দিচ্ছেন। তবে দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।"
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আকতার উল আলম বলেন, "সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যানজট নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহন উচ্ছেদ করা হবে।"
সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ইএইচ