Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫,

বাঘাইছড়ি-সাজেকে স্বরাষ্ট্র ও পার্বত্য উপদেষ্টার পরিদর্শন

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৫, ০৯:৫৫ পিএম


বাঘাইছড়ি-সাজেকে স্বরাষ্ট্র ও পার্বত্য উপদেষ্টার পরিদর্শন

রাঙামাটির সাজেক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে তারা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় পৌঁছেন। এ সময় তারা বিজিবির বাঘাইহাট (৫৪ বিজিবি) ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন (৬ বেঙ্গল) পরিদর্শন করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর দুপুর ১টার দিকে তারা হেলিকপ্টারে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌঁছেন। সেখানে বিজিবির ক্যান্টিন "সীমান্ত শৈলি"-তে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান) ও কার্বারীদের (গ্রাম প্রধান) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী ইউনিট সর্বক্ষণ নিয়োজিত রাখার নির্দেশনা দেন এবং এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (ব্যুরো চিফ), পিলখানা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজিবির উপ-মহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, পরিচালক (সংগঠন ও ব্যবস্থাপনা) লেফটেন্যান্ট কর্নেল মো. আতিফ সিদ্দিকী, পিএস টু ডিজি বিজিবি লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার, এডিসি টু ডিজি বিজিবি ক্যাপ্টেন সাকিব হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) কাজী হাফিজ আমিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স শামস আরমান।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ১৯৯০ সালের ১৬ নভেম্বর থেকে ১৯৯২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে কর্মরত ছিলেন।

ইএইচ

Link copied!