Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

লাকসামে নেশাগ্রস্ত বাস চালকের ৬ মাসের কারাদণ্ড

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

এপ্রিল ৪, ২০২৫, ১২:১৯ পিএম


লাকসামে নেশাগ্রস্ত বাস চালকের ৬ মাসের কারাদণ্ড

মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে বাস চালানো অবস্থায় ৩ এপ্রিল রাত ৮ টার দিকে লাকসাম বাইপাসে সেনাবাহিনীর একটি টিম ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যানবাহন তল্লাশির সময়, নোয়াখালী থেকে আগত একটি বাসের চালক পারভেজ জোমাদ্দার (২৮) এর কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়।

এসময় পারভেজ জোমাদ্দার মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে সুত্র জানিয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করে অভিযুক্ত পারভেজ জোমাদ্দারকে ৫০০ টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ড দেয়। সাজাপ্রাপ্ত পারভেজ জমাদ্দার লাকসাম থানা হেফাজতে রয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে লাকসাম থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

ঈদের আগ থেকেই লাকসাম বাইপাসে যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। লাকসামে যানজট নিরসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধার অভিযান পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

বিআরইউ

Link copied!