Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫,

মান্দায় ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্যসেবা

রওশন আলম, মান্দা (নওগাঁ)

রওশন আলম, মান্দা (নওগাঁ)

এপ্রিল ৪, ২০২৫, ০৩:২৩ পিএম


মান্দায় ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্যসেবা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মো. আজম, সহকারী পরিচালক মোছা. শামিমা আকতার এবং সহকারী পরিচালক (সিসি) ডা. মো. মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে মান্দা উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটিকালীন জরুরি সেবা চালু রয়েছে।

উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১টি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, যেখানে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরী সেবাসহ অন্যান্য জরুরি সেবা অব্যাহত রয়েছে।

গত ২৮ মার্চ থেকে ঈদের ছুটি চললেও, তেঁতুলিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এখন পর্যন্ত ৩৪টি স্বাভাবিক প্রসব সেবা, ৪৭টি গর্ভকালীন পরিচর্যা, ৪৪টি প্রসবোত্তর পরিচর্যা, ৫৭টি শিশু পরিচর্যা, ৭০ জন সাধারণ রোগী এবং ২০ জন কিশোর-কিশোরীকে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৪-৫ জন গর্ভবতী নারী স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষমান রয়েছেন।

এছাড়া, ২ জন মহিলাকে দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি (আইইউডি) প্রদান করা হয়েছে, ২৪ জন মহিলাকে স্বল্পমেয়াদি জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন এবং ৩৮ জন মহিলাকে খাবার বড়ি (সুখী) বিতরণ করা হয়েছে।

মান্দা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মুশফিকুর রহমান (এমসিএইচ-এফপি) এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহরাব উদ্দিন মোল্লাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সেবা গ্রহণকারীরা বিনামূল্যে জরুরি সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ইএইচ

Link copied!