মাদারীপুর প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৫, ০৩:২৭ পিএম
মাদারীপুর প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৫, ০৩:২৭ পিএম
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের বাসিন্দা মফিজ সরদারের ছেলে ইউনুস সরদারের (৫০) হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত ইউনুস সরদারকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে একদল সন্ত্রাসী ইউনুস সরদারের ঘরে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বাড়িঘর লুটপাট করে এবং ধারালো অস্ত্র দিয়ে ইউনুস সরদারকে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার হাত বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হামলার সময় বাধা দিতে গেলে ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ইএইচ