Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

হাটহাজারীতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৫, ০৪:০০ পিএম


হাটহাজারীতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার স্লোগান নিয়ে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন জঙ্গল দক্ষিণ পাহাড়তলি ১নং ওয়ার্ডের ৩নং বাজারে এলাকার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ শামীমের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ৩নং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহাজাহান, উপজেলা যুবদলের সদস্য মো. শাহাজাহান, ব্যাংকার মোহাম্মদ মামুন, ও মো. রানা।

বক্তারা বলেন, বর্তমানে মাদক ব্যবসায়ীরা দোকানপাট খুলে মাদক বিক্রির চেষ্টা করছে। কিছু স্থানীয় মাদক সম্রাট ও বহিরাগত মাদক ব্যবসায়ীরা একযোগে এই এলাকাকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। প্রশাসন সব কিছু জানলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস হতে দেওয়া যায় না। মাদক চক্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা বলেন, “যেখানে মাদক কারবারিরা থাকবে, সেখানে আমরা সবাই একসঙ্গে গিয়ে তাদের ধরে পুলিশে সোপর্দ করবো।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সদস্য মো. তাজুল ইসলাম, দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড শ্রমিক দলের সদস্য মো. আমির হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আবুল বশরসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এই মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী একজোট হয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ইএইচ

Link copied!