Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫,

কুড়িগ্রামে শ্বশুরের বিরুদ্ধে জামাইকে হত্যার অভিযোগ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৫, ০৬:৫৯ পিএম


কুড়িগ্রামে শ্বশুরের বিরুদ্ধে জামাইকে হত্যার অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাটে জামাইকে পিটিয়ে আহত করে মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর, শ্যালক, শ্যালিকা এবং মৃতের স্ত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃতের পিতা মঞ্জিল হক চারজনের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, রাজারহাট সদর ইউপির বোতলার পাড় ছাট মল্লিকবেগ গ্রামের মঞ্জিল হকের পুত্র আমানুর রহমান, একই ইউনিয়নের দেবিচরন মন্ডলের বাজার গ্রামের বাচ্চা বাইয়োর ঘর জামাতা ছিলেন।

সম্প্রতি আমানুর রহমান ২০ লক্ষাধিক টাকা মূল্যে জমির বায়না করে অধিকাংশ টাকা জমির মালিককে প্রদান করেন। ঈদের ছুটি শেষে জমির রেজিস্ট্রির কথা চলছিল, কিন্তু আমানের স্ত্রী আকলিমা আক্তার ও শ্বশুর বাচ্চা বাইয়ো ওই জমি আকলিমার নামে রেজিস্ট্রির কথা বললে আমানুর রহমান এতে অস্বীকৃতি জানান।

এরপর বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে আমানের স্ত্রী, শ্যালক, শ্যালিকা ও শ্বশুর মিলে আমানুরকে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে আমানুর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দেয়। পরিস্থিতি খারাপ দেখে তাকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে রেফার করেন। কুড়িগ্রাম হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে আমানুর রহমান মারা যান। বর্তমানে তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এ ঘটনায় আমানের পিতা মঞ্জিল হক বৃহস্পতিবার রাতে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, "ওসি স্যার ছুটিতে আছেন, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।"

ইএইচ

Link copied!