Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫,

নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাকিল ভূরুঙ্গামারীতে গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৫, ০৮:০৫ পিএম


নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাকিল ভূরুঙ্গামারীতে গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার উপর হামলাকারী  নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ উপ কমিটির ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদক শাকিল‍‍`কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ওসি ডিবি মো. বজলার রহমান।

শুক্রবার জেলা পুলিশ মিডিয়া জানায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা এলাকায় গত ৪ আগস্ট ২০২৪ তারিখ ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত মূল হামলাকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কেন্দ্রীয় উপ কমিটির ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদক মো. সালেকুর রহমান শাকিল (৩৪) কে অদ্য ০৪ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর সাড়ে ১২টায় ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ কমিটির ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদককে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।উল্লেখ্য উক্ত ফ্যাসিস্ট বিগত পতিত সররকারের সময়ে ভূরুঙ্গামারীতে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সাধারণ ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত ছিল।

আরএস
 

Link copied!