Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

কিশোরগঞ্জে সাহিত্য উৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৫, ১২:৫১ পিএম


কিশোরগঞ্জে সাহিত্য উৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য উৎসব ২০২৫। শনিবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব তিনটি পর্বে সম্পন্ন হয়। উৎসবে ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা।

প্রথম পর্বে, কবি, সাহিত্যিক ও কলামিস্ট সাদেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত লেখক ও সংগীতশিল্পী সৈয়দ নূরুল ইসলাম তারা মিয়া। সভাপতিত্ব করেন লেখক ও গবেষক মো. মোসলেহ উদ্দীন।

প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক, গবেষক ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লোক-গবেষক অধ্যাপক মহিবুর রহিম, লেখক, কবি ও গবেষক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আইয়ূব বিন হায়দার, সাংবাদিক ও সাহিত্যিক শামসুল আলম সেলিম, লেখক ও গবেষক আ. ফ. ম শহীদুল্লাহ ফারুকী, কবি ও প্রাবন্ধিক ইসমাইল মুফিজী, কথাসাহিত্যিক শাদমান শাহিদ প্রমুখ।

দ্বিতীয় পর্বে, কবি সানাউল্লাহ খানের সঞ্চালনায় এবং কবি ও পিএইচডি গবেষক জহির সাদাতের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও সাংবাদিক ড. মাহবুব হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সোলায়মান আহসান।

বিশেষ অতিথি ছিলেন কবি ও সম্পাদক মনসুর আজিজ, কবি ও সম্পাদক আফসার নিজাম, কবি ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি ও গল্পকার রহমান মাজিদ, এবং কবি ও সম্পাদক হাসনাইন ইকবাল।

আলোচকরা সাহিত্য, সমাজ ও সমকালীন চিন্তাধারা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং কবিতার আবৃত্তি পরিবেশন করেন।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

ইএইচ

Link copied!