নরসিংদী প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫, ০১:২০ পিএম
নরসিংদী প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫, ০১:২০ পিএম
নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
শুক্রবার বিকালে রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের চরআড়ালিয়া গ্রামের স্থানীয়দের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতি মো. বাচ্চু মিয়ার ছেলে মামুনুর রশিদ মামুন।
তিনি অভিযোগ করেন, "জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে মাদক ব্যবসায়ী মোরশেদ, কেবল সরকার ওরফে কেবল ডাকাত, জিন্নাহ মিয়া, ফখরুদ্দিনসহ ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল ঈদের দিন আমাদের বাড়িঘরে হামলা চালায়। মাদকের প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটে।"
তিনি আরও বলেন, "হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ১০-১২টি বাড়িঘর ভাঙচুর করে, ৪টি দোকানে লুটপাট চালায় এবং ঘরে থাকা নগদ ১৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ছাড়াও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।"
হামলার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. রাকিবুল, সেন্টু ডাক্তার ও আক্তার মিয়া। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. কাজল মিয়া, কবির মিয়া, বিল্লাল মিয়া, মিলন মেম্বার, নোয়াব মিয়া ও শাহীন মিয়া প্রমুখ।
বক্তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইএইচ