Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫,

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

এপ্রিল ৫, ২০২৫, ০২:০৫ পিএম


দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই সহজে ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।

শনিবার সকাল থেকে ফেরিঘাটে যাত্রীদের ভিড় এবং যানবাহনের চাপ দেখা গেছে। তবে যাত্রীদের কোনো ভোগান্তি নেই, নির্বিঘ্নে তারা পার হচ্ছেন।

যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অপরদিকে, লোকাল যাত্রীরা বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন। লঞ্চেও যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন।

ঢাকামুখী একাধিক যাত্রী বলেন, "প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষ করে এখন ঢাকায় ফিরছি। বাড়ি যাওয়ার সময়েও কোনো ভোগান্তি ছিল না, এখন কর্মস্থলে ফিরতে আসলেও কোনো সমস্যা নেই। ঈদের ছুটি বেশি থাকায় চাপ কম পড়েছে।"

দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার মো. আবুল হাশেম জানান, "সকাল থেকে যাত্রীদের চাপ বেড়েছে, তবে কোনো প্রকার ভোগান্তি নেই। এই নৌরুটে মোট ২০টি লঞ্চ চলাচল করছে এবং সঠিক সময়ে লঞ্চগুলো ছাড়ছে।"

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, "সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে এবং তিনটি ঘাট সচল রয়েছে।"

ইএইচ

Link copied!