Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫,

সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ওসি

ইয়ামিন হাসান, সাঘাটা

ইয়ামিন হাসান, সাঘাটা

এপ্রিল ৫, ২০২৫, ০২:৫১ পিএম


সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ওসি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম।

গত ৩ এপ্রিল দৈনিক আমার সংবাদের অনলাইন পোর্টালে “সাঘাটায় জমি বিরোধে ফলজ গাছ কর্তন” শিরোনামে সংবাদ প্রকাশের পর ওসির সঙ্গে কথা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, ভরতখালী ইউনিয়নের সাকোয়া এলাকার বাসিন্দা গনেশ চন্দ্র (৪০) থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় ২ এপ্রিল (বুধবার) দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বাড়ির সামনে রোপণ করা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে। এতে আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ইএইচ

Link copied!