শ্রীপুর ( মাগুরা) প্রতিনিধি:
এপ্রিল ৫, ২০২৫, ০৩:৪৯ পিএম
শ্রীপুর ( মাগুরা) প্রতিনিধি:
এপ্রিল ৫, ২০২৫, ০৩:৪৯ পিএম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদ হোসেন স্মরণে মাগুরা জেলা ছাত্র সংগঠনের উদ্যোগে প্যাসিফিক মেডিকেল সার্ভিসেসের সৌজন্যে শনিবার (৫ এপ্রিল) মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারা চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: ফরহাদ হোসেন (২২) গত ৪ আগস্ট মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ।
ফরহাদ হোসেন শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিআরইউ