রাজবাড়ী প্রতিনিধি:
এপ্রিল ৫, ২০২৫, ০৪:৫৫ পিএম
রাজবাড়ী প্রতিনিধি:
এপ্রিল ৫, ২০২৫, ০৪:৫৫ পিএম
বাংলাদেশ পেনচাক সিলাত অ্যাসোসিয়েশন এশিয়ান সাংস্কৃতিক উৎসব-২০২৫ এ অংশগ্রহণের জন্য ইউএস স্পোর্টস সিলাত অ্যাসোসিয়েশনের কাছ থেকে একটি আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ পেনচাক সিলাত অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ রফিকুল ইসলাম নিউটন।
ড. মো. রফিকুল ইসলাম নিউটনের সার্বিক তত্ত্ববোধনে তিন সদস্যের একটি দল এশিয়ান কালচার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মেসা কমিউনিটি কলেজে গত ৩০ ও ৩১ মার্চ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এরমধ্যে রাজবাড়ীর রুমি আক্তার মুন্নির পেনচাক সিলাত মার্শাল আর্টের এক অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে একটি স্বর্ণ, একটি ব্রোঞ্জ ও ট্রফি অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য এক অনন্য দুর্লভ সম্মান বইয়ে আনতে সক্ষম হয়েছেন। রাজবাড়ীর রুমি আক্তার মুন্নির সর্বপ্রথম পেনচাক সিলাত মার্শাল আর্টের ক্ষেত্রে যুক্তরাজ্যে হতে স্বর্ণপদক অর্জন করেন।
বিআরইউ