Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫,

খাগড়াছড়িতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৫, ০৭:০৫ পিএম


খাগড়াছড়িতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারী-২০২৫খ্রি.) উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি এবং খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মোঃ আরেফিন জুয়েল।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ব্রিফিংয়ে বলেন,  ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।” নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করাসহ সার্বিক বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মদ।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  মো. মিজানুর রহমান পিপিএম (সেবা),  অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল), মোঃ জাহেদুল ইসলাম পিপিএম (সেবা),সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল),  তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার (এসএএফ),   সৈয়দ মুমিদ রায়হান, সহ জেলার নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ।

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা পুলিশ বদ্ধপরিকর।

আরএস
 

Link copied!