সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫, ০৭:৩২ পিএম
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫, ০৭:৩২ পিএম
টাঙ্গাইলের সখীপুরে লাঠি দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই স্ত্রী তানিয়া আক্তারকে (২৫) গ্রেপ্তার করে।
নিহত ব্যক্তির নাম জুয়েল রানা (৩২)। তিনি ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। জুয়েল রাজমিস্ত্রির কাজ করতেন। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা মজনু মিয়া বাদী হয়ে আজ শনিবার সকালে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুয়েল আনুমানিক ১৪ বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের তাইজুদ্দিনের মেয়ে তানিয়া আক্তারকে বিয়ে করেন। তাঁদের এক মেয়ে ও দুই ছেলে আছে।
এলাকাবাসীর ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকাল গভীর রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী তানিয়া একটি লাঠি দিয়ে জুয়েল রানার মাথায় আঘাত করেন। এতে জুয়েল নিস্তেজ হয়ে পড়লে তানিয়া দিবাগত রাত একটার দিকে প্রতিবেশীদের ডেকে আনেন। প্রতিবেশীরা জুয়েলকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে তানিয়াকে আটক করে থানাহেফাজতে নেওয়া হয়। লাশের সুরতহাল প্রতিবেদনে মাথায় তিনটি আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ আজ সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তানিয়াকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।
আরএস