Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

এপ্রিল ৬, ২০২৫, ০৫:২৭ পিএম


বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

৮ দিন বন্ধ থাকার পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।

রোববার (৬ এপ্রিল) সকাল থেকে ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি শেষে ৮ দিন বন্ধের পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ২৯ মার্চ শনিবার থেকে  ৫ এপ্রিল শনিবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষ্যে ৮ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।

এদিকে আমদানি- রপ্তানি চালু হওয়ায় স্থলবন্দর এলাকায় বেড়েছে কর্মচঞ্চলতা। তবে বন্ধের দিনগুলোতে পুলিশ ইমিগ্রেশন চালু থাকায় পাসপোর্ট ও ভিসাধারি যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএস এম নিয়াজ নাহিদ জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ৮ দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বিআরইউ

 

Link copied!