Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৫, ০৫:৩৯ পিএম


জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

"তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন" এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে তারুণ্য উৎসব এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট কারাতে একাডেমির কোচ শাহজাহান আলী সাজু, জয়পুরহাট ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল মন্ডল, কোচ ওবায়দুর রহমান মুকুল প্রমুখ।

পরে সার্কিট হাউস মাঠে কাবাডি ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!